Title : বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৩
Photos
Description : “Act Now, End, Leprosy” "এখনই কাজ শুরু করি, কুষ্ঠরোগ নির্মূল করি” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে চট্টগ্রাম সিভিল সার্জন অডিটোরিয়ামে সিভিল সার্জন অফিস চট্টগ্রাম ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ এর যৌথ উদ্যোগে ২৯ জানুয়ারী, ২০২৩ রোজ রবিবার ৬৯তম বিশ্ব কুষ্ঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পের মেডিকেল অফিসার, ডা. জিন্নাত-আরা বেগম মাল্টিমিডিায়ার মাধ্যমে ২০২২ সালের কার্যক্রম উপস্থাপন করেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডাঃ মোহাম্মদ সাখাওয়াত উল্লাহ, মাননীয় বভিাগীয় পরচিালক (স্বাস্থ্য), চট্টগ্রাম। সভাপতিত্ব করেন ডা. মোহাম্মদ ওয়াজদে চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ নওশাদ খান, এমও্সিএস, সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম, মি. জন অর্পণ সমদ্দার, প্রোগ্রাম লিডার, চট্টগ্রাম প্রোগ্রাম, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদশে, চট্টগ্রাম।