Title : B046- Bangladesh-Flooding - Chattogram City Corporation Response Project
Description : সহযোগিতায়: সার্ট ফান্ড বাংলাদেশ ও একশনএইড বাংলাদেশ। সাম্প্রতিক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবার এর জন্য স্টার্ট ফান্ড বাংলাদেশ এর সহযোগিতায় ব্রাইট বাংলাদেশ ফোরাম ও একশনএইড বাংলাদেশ ৭,৫০০/=টাকা করে নগদ অর্থ এবং ১৯ থেকে ৪৯ বছর বয়সী ৬০০ নারীর জন্য ১৫ আইটেমের ডিগনিটি কিট বিতরণ করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ১০টি ওয়ার্ড থেকে এই ৭০০ পরিবার ও ৬০০ নারী বাছাই করা হয় কোবো টুলবক্সে জরীপের মাধ্যমে। ভোলান্টিয়ারদেরকে ওরিয়েন্টেশন দিয়ে কোবো ফরমেট-এ জরীপের জন্য ও সার্বিক কাজে সার্পোট দেওয়ার জন্য প্রস্তুত করা হয়। জরীপের তথ্য নিবন্ধনের পর একশনএইড বাংলাদেশ এর একটা কেন্দ্রীয় টীম প্রাথমিক তালিকা থেকে যাচাই বাছাই করে চুড়ান্ত তালিকা প্রস্তুত করেন নির্বাচিত হিসেবে। জরীপ থেকে শুরু করে বিতরণ পর্যন্ত কাজগুলি সম্পন্ন করতে এবং পরবর্তীতে নগদ অর্থ ও ডিগনিটি কিট এর জন্য নির্বাচিত অথবা নির্বাচিত না হওয়াদেরও কোন অভিযোগ থাকলে তা’ যাচাই বাছাই করে সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য ব্রাইট বাংলাদেশ ফোরাম এর একটা ওয়ার্কিং টীম কাজ করেছে। / উল্লেখ্য, চট্টগ্রাম সিটিতে ফ্ল্যাশ ফ্লাড জনিত দুর্যোগে এই ফান্ডটা অনধিক ৫ দিনের মধ্যে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের কাছাকাছি যেতে সক্ষম হয়।
Photo