১৯৮৬ সালে নারী ও মানবাধিকার আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত কয়েকজন সমাজকর্মী নারী বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) প্রতিষ্ঠা করেন। এটি একটি নারী অধিকারভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা। কাজ করে নারী-পুরুষ উভয়ের মধ্যে, গ্রাম ও শহর উভয় পর্যায়ে। বিএনপিএস মহিলা বিষয়ক পরিদপ্তরে নিবন্ধিত (মবিপ-৪৬৫) হয় ১৯৮৬ সালে এবং এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত (২৭১) হয় ১৯৮৮ সালে। ১৯৯৯ সাল থেকে বিএনপিএস জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)-এর বিশেষ স্ট্যাটাসভুক্ত। বিএনপিএস এর ভিশন বা স্বপ্ন হলো সকল ধরনের বৈষম্যমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা, যেখানে কেউ পেছনে পড়ে থাকবে না। এই স্বপ্ন বাস্তবায়নে সংস্থাটি যে মিশন বা অভীষ্ট অবলম্বন করে তা হলো সমাজ রূপান্তরের চালিকাশক্তি ও পরিবর্তনের কারিগর হিসেবে নারীর সম্ভাবনা খুঁজে বের করতে সকল ক্ষেত্রে তাদের সম্পৃক্ত করা। বিএনপিএস-এর কর্মকাণ্ডের দিকনির্দেশক মূল্যবোধ তিনটি হলো : বৈষম্যহীনতা, বৈচিত্র্যময়তা ও ধর্মনিরপেক্ষতা। সংস্থার সকল কর্মী এই মূল্যবোধসমূহ ধারণ করবেন এরকম প্রত্যাশা করা হয়। বিএনপিএস-এর প্রধান কর্মসূচি চারটি, যার আওতায় তার যাবতীয় প্রকল্পসমূহ বাস্তবায়িত হয়। এগুলো হলো : ক্ষমতায়ন, শিক্ষা, নীতি সংস্কার ও গণউদ্যোগ। বর্তমানে বিএনপিএস সরাসরি কাজ করছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, নেত্রকোনা ও গাজীপুর জেলায়। অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায়। এর বাইরে নেটওয়ার্কের মাধ্যমে কাজ করছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালি, ভোলা, লক্ষীপুর, যশোর, কিশোরগঞ্জ, নড়াইল, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দেশের অন্যান্য এলাকায়। বিএনপিএস বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া অঞ্চলের অনেক নেটওয়ার্ক ও ফোরামের সাথে সক্রিয়ভাবে যুক্ত। একটি প্রথম শ্রেণির জাতীয় প্রতিষ্ঠানের জন্য যেসব নীতিমালা ও ম্যানুয়াল থাকা দরকার, বিএনপিএস-এ তার প্রায় সবগুলোই রয়েছে; যেমন, মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা ম্যানুয়াল, অর্থ-বিষয়ক ম্যানুয়াল, জেন্ডার নীতিমালা, শিশু সুরক্ষা নীতিমালা, যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা, প্রভৃতি। বিএনপিএস যৌন হয়রানির ঘটনায় শূন্য সহিষ্ণুতা (জিরো টলারেন্স) নীতি অবলম্বন করে। বিএনপিএস পরিচালিত হয় ৩৫ সদস্যবিশিষ্ট সাধারণ কমিটি ও ১০ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির মাধ্যমে। এই দুটি কমিটির সবাই নারী। সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মুক্তিযোদ্ধা ও নারীনেত্রী রোকেয়া কবীর। সংস্থার বাস্তবায়ন সংক্রান্ত দৈনন্দিন সিদ্ধান্ত প্রণয়ন করে নির্বাহী পরিচালকের নেতৃত্বে সংস্থার ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কমিটি। সংস্থার কেন্দ্রীয় কার্যালয় ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। প্রধান কার্যালয়ের বিস্তারিত ঠিকানা: কল্পনা সুন্দর (২য় তলা), ১৩/১৪ বাবর রোড, ব্লক-বি, মোহাম্মদপুর হাউজিং এস্টেট, ঢাকা- ১২০৭। সংস্থা প্রধানের নাম : রোকেয়া কবীর পদবি : নির্বাহী পরিচালক ইমেইল: bnps@bangla.net.bd সংস্থার তথ্য কর্মকর্তার নাম: মুজিব মেহদী পদবি : উপপরিচালক ফোন : ০১৭১২-৭৮২২৫৯ চট্টগ্রাম জেলার চট্টগ্রাম সিটি করপোরেশনের খুলশি, বাকলিয়া, কোতোয়ালি ও চকবাজার থানার ৮, ১৩, ১৪, ১৫, ১৮, ১৯ ও ২১ নম্বর ওয়ার্ড; পটিয়া উপজেলার পটিয়া পৌরসভা, ভাটিখাইন, ছনহরা, কেলিশহর, ধলঘাট ও হাইদগাও ইউনিয়ন; সন্দ্বীপ উপজেলার সন্দ্বীপ পৌরসভা, সারিকাইত, মাইটভাঙ্গা, মগধরা, মুছাপুর, হারামিয়া, রহমতপুর ও বাউরিয়া ইউনিয়ন এবং বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার সদর উপজেলায় ৩টি সহযোগী সংগঠনের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে প্রোমোটিং রাইটস থ্রু মোবিলাইজেশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট (প্রাইম) প্রকল্প। প্রাইম প্রকল্পের উদ্দেশ্যসমূহ হলো : প্রকল্প এলাকার নারীরা তাদের সামাজিক-অর্থনৈতিক অবস্থার উন্নতি করবে। প্রকল্প এলাকার মাধ্যমিক স্কুলগুলো জেন্ডার সংবেদনশীল হবে। এ ছাড়াও কেন্দ্রীয় কার্যালয় থেকে পরিচালিত সংস্থার আওয়ার লাইফ, আওয়ার হেলথ ও আওয়ার ফিউচার্স (ওএলএইচএফ) নামক একটি প্রকল্পের লিয়াজোঁ অফিস হিসেবেও কাজ করে সংস্থার চট্টগ্রাম কার্যালয়। ওএলএইচএফ প্রকল্পের উদ্দেশ্যসমূহ হলো : স্থানীয় পর্যায়ে সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলোর কারিগরী, পদ্ধতিগত, আর্থিক ব্যবস্থাপনা এবং থিমেটিক বিষয়ে (এসআরএইচআর, লিঙ্গভিত্তিক সহিংসতা, মাসিক ব্যবস্থাপনা) সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নারী ও কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে এমন একটি সমাজ ব্যবস্থা তৈরী করা যেখানে নারীর প্রতি কোনো ধরনের সহিংসতা ও বৈষম্য থাকবে না; পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া নারী ও কিশোরীদের এসআরএইচআর, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্ষমতায়িত করা যাতে তারা বৈষম্যমুক্ত, স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলার ১৭টি উপজেলায় স্থানীয় ১০টি সহযোগী সংগঠনের মাধ্যমে। ৫ বছর মেয়াদি এই প্রকল্পটির বাস্তবায়ন সমাপ্ত হবে ২০২৩-এর ডিসেম্বরে। সংস্থার চট্টগ্রাম আঞ্চলিক অফিসের ঠিকানা: ইমাম ভিলা (তয় তলা), ১২৪০, জাকির হোসেন রোড (বাই লেন), পূর্ব নাছিরাবাদ, খুলশী, চট্টগ্রাম ৪২২৫। আঞ্চলিক প্রধানের নাম: মো. ফেরদৌস আহম্মদ পদবি : কেন্দ্র ব্যবস্থাপক ইমেইল: bnps.chittagong@gmail.com