স্মাইল ট্রেন ক্লেফট প্রজেক্টঃ যারা জন্মগত ঠোঁট ও তালু কাটা রোগী তাদের চেহারায় অস্বাভাবিকতাই নয়, খাবার খেতে ও কথা বলতে অসুবিধা হয়। তারা বারবার শ্বাসনালীর ইনফেকশনে আক্রান্ত হয়। ফলে অনেক ক্ষেত্রই তারা জীবনের ৫ম জন্মদিন পেরোনোর আগেই মৃত্যু বরন করে। যারা বেঁচে থাকে তারাও সামাজিক মানুষিকভাবে ক্ষতিগ্রস্থ হিসাবে বেরে ওঠে। বিশেষ করে মেয়ে শিশুরা চরম ভাবে বৈষম্যের শিকার হয় এবং প্রায় সবাই অবিবাহিতই থেকে যায়। এই প্রকল্পের উদ্দেশ হল জন্ম নেয়া ঠোঁট ও তালুকাটা রোগীদেরকে অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে অপারেশন কাযর্ক্রম পরিচালনা করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা।