Title : প্রোমোটিং রাইটস থ্রু মোবিলাইজেশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট (প্রাইম)
Description : প্রকল্পের উদ্যেশ্য : চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পটিয়া ও সন্দ্বীপ উপজেলায় প্রকল্প এলাকার নারীরা তাদের সামাজিক-অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে,চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পটিয়া ও সন্দ্বীপ উপজেলায় প্রকল্প এলাকার মাধ্যমিক স্কুলগুলো জেন্ডার সংবেদনশীলরুপে পরিণত হবে। মেয়াদকাল ঃ জুলাই ২০২১ হতে জুন ২০২৪, প্রকল্প এলাকাঃ চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী, বাকলিয়া, খুলশী, চকবাজার থানা, পটিয়া উপজেলা ও স্বন্দ্বীপ উপজেলা। দাতা সংস্থা ঃ Bread for the World- Protestant Development Service- Germany. নিবন্ধন নং ঃ মহিলা বিষয়ক পরিদপ্তর, রেজি নং-মবিপ-৪৬৫/৮৬, তারিখ: ২৪.৬.৮৬খ্রি. এনজিও বিষয়ক ব্যুরো রেজি নং-২৭১, তারিখ: ২৯.৯.২০১৮খ্রি. (নবায়নকৃত) ডিপার্টমেন্ট অব সোসাল সার্ভিস, মেমো নং-DSS/ER/FD-৬২৪/১৩৪৭, তারিখ : ২৭.৯.১৯৮৮ খ্রি.। চট্টগ্রাম অফিসের ঠিকানাঃ ইমাম ভিলা (৩য় তলা), ১২৪০ জাকির হোসেন রোড (বাই লেইন), পূর্ব নাছিরাবাদ, খুলশী, চট্টগ্রাম-৪২২৫।
Photo