Title : টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশের নারী ক্ষমতায়ন
Description : জাতিসংসঘের নিরাপত্তা কাউন্সিল রেজুলেশন ( ইউএনএসসিআর) ১৩২৫ এবং নারী, শান্তি ও নিরাপত্তা (ডাব্লিউ পি এস) সম্পর্কিত সহায়ক রেজোলিউশনগুলি কার্যকরভাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) - এর সাথে জিএনডাব্লিউপি আনুষ্ঠানিক অংশিদারিত্ব তৈরি হয়েছে। বাংলাদেশে এই প্রকল্পে, বিএনপিএস জিএনডাব্লিউপি - এর বাস্তবায়নকারী পার্টনার হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বাংলাদেশের নারী শান্তি নিরাপত্তা বিষয়ে জাতীয় কর্মপরিকল্পনার আলোকে স্থানীয় পর্যায়ে কার্যক্রমের সময়পোযোগী এবং কার্যকর বাস্থবায়ন নিশ্চিত করা যাবে। বাংলাদেশের পটিয়া, চন্দনাইশ, উখিয়া, কক্সবাজার সদর, নেত্রকোনা সদর, ময়মনসিংহ সদর, বারহাট্টা ও ত্রিশাল এই আটটি উপজেলায় মার্চ ২০২৪ হতে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ( ১ বছর) প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হবে।
Photo