গোষ্ঠীগতভাবে পক্ষপাত মুক্ত। মূল্যবোধঃ অপরাজেয়-বাংলাদেশ অবশ্যই সেই সব সুবিধাবঞ্চিত শিশুদের এবং যুবদের পক্ষ নেয় যারা দারিদ্র্য, নির্যাতিত, নিপীড়ন, শশাষণ ও সহিংসতার শিকার; - শিশুর জন্মগতভাবে প্রাপ্ত সামর্থকে সম্মান প্রদর্শন করা; - প্রতিটি শিশুরই সক্ষমতা অর্জন, সাফল্য ও অবদান রাখার ক্ষমতার প্রতি বিশ্বাস করা; - শিশুদেরকে নিজ জীবনের নিয়ন্ত্রণ গ্রহণের মাধ্যমে জীবনের ইতিবাচক পরিবর্তন তৈরীর উপযোগী করে গড়ে তোলে; - যেসব শিশু তাদের জীবনের সব আশা ও স্বপ্ন হারিয়ে ফেলেছে, তাদের জন্য এমনভাবে কাজ করা যেন শিশু তার হারানো স্বপ্ন ও আশা খুঁজে পায়; - একটি ব্যাপক ভিত্তিক অংশীদারিত্ব গড়ে তোলের লক্ষ্যে অপরাজেয়-বাংলাদেশ, দাতাসংস্থা ও উন্নয়ন সহযোগী সংস্থাদের সুবিধাবঞ্চিত শিশুদের পক্ষে অবস্থান নেয়ার আহবান জানায়।