Our Vision


যাত্রী কল্যাণ: জীবনের যাত্রা পথে জীবন ওজীবিকায়, যাত্রপথে: ১. সড়ক পথ ২. রেল পথ, ৩. জনপথ ৪. আকাশ পথে যাত্রীদের্ সুৱক্ষায় সার্বিক অধিকার আদায় ও বাস্তবায়ন প্রকল্প জীবনমান উন্নয়নের সর্বত্রে অনিয়ম ৰহস্য, অনুসন্ধান ও প্রতিরোধ প্রকল্প পথশিশু, এতিম, প্রতিবন্ধী, বিশ্বক হিভাড়া জনগোষ্টি, আদিবাসী, অসহায়, বৃদ্ধাশ্রম, সেন্টার হোম, প্রশিক্ষণ, বিনোদন। শিক্ষণ, বিনোদন কেন্দ্র স্থাপন, কর্ম সংস্থান ও পূর্ণবাসন প্রকল্প। পাচার, রহস্য, তথ্য অনুসন্ধান, মাদক সেবন ও দুর্নীতি প্রতারণা, অসমাজিক কর্মকান্ড, পরিবেশ বিরাধী কর্মকান্ডের অনুসন্ধান ও তথ্য প্রকাশ ও আইন প্রয়োগের বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ ভাড়াটিয়া ও ভোক্তা অধিকার বাস্তবায়ন প্রকল্প। সড়ক দূর্ঘটনায় জীবন ও সম্পদ ধংস হ্রাস কল্পে ড্রাইভিং ও ড্রাইভার প্রশিক্ষণ বিভিন্ন নামে প্রকল্প সৃষ্টি করে জনগণকে সম্পৃক্ত করে অনিয়ম রোধে জনজীবন উন্নয়ন করা, যেমন- মোটর সাইকেল চালক উন্নয়ন সংস্থা, শ্রমিক অধিকার বাস্তবায়ন সংস্থা, ভাড়াটিয়া ও ভোক্তা অধিকার বাস্তবায়ন সংস্থা, স্বাস্থ্য সেবা ইত্যাদি প্রকল্প।


জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট

ফরিদা খানম

অতিরিক্ত জেলা প্রশাসক

মোঃ সাদি উর রহিম জাদিদ

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

আফরিন ফারজানা পিংকি

জরুরি হটলাইন

সার্বিক তত্ত্বাবধানে
জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম
সার্বিক সহযোগিতায়
চট্টগ্রাম জেলায় কর্মরত এনজিও সমূহ
Design,Concept And Development By
Coders Lab