About Us

আমাদের প্রতিষ্ঠাতা স্ব-শিক্ষিত মাহফুজা বেগম আজ থেকে ৪৫ বছর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ৭ নং ওয়ার্ড পশ্চিম ষোল শহরে অবস্থিত হামজারবাগের নিপীড়িত দরিদ্র শ্রেণীর নারীদেরকে অক্ষর জ্ঞানদান, বাঁশবেত, সেলাই, এমব্রয়ডারি ইত্যাদির প্রশিক্ষণের আয়োজন করেছিলেন। প্রশিক্ষণ শেষে নারীদের স্বাস্থ্য শিক্ষা, পরিবার পরিকল্পনা বিভিন্ন পদ্ধতির সম্পর্কে ধারনা দেয়া হত। ১৯৭৮ সালের ২৫ শে জুলাই বনফুলের যাত্রা শুরু হয় মাহফুজা বেগম এর বাসভবনে মাত্র ৩০ জন নারী প্রশিক্ষনার্থী নিয়ে ।

নাগরিক সেবা

  • সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন্‌স চার্টার)
  • সেবা প্রদান প্রতিশ্রুতির অনুমোদিত ফরম্যাট
  • সেবা প্রদান প্রতিশ্রুতি প্রণয়ন সংক্রান্ত
  • ফ্রি চিকিৎসার হটলাইন

জরুরী কল সেবা

  • ৩৩৩ থেকে তথ্য-সেবা
  • কল সেন্টারসমূহ
  • হেল্পডেস্ক
  • ফোনে ডাক্তারের সেবা

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট

ফরিদা খানম

অতিরিক্ত জেলা প্রশাসক

মোঃ সাদি উর রহিম জাদিদ

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

আফরিন ফারজানা পিংকি

জরুরি হটলাইন

সার্বিক তত্ত্বাবধানে
জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম
সার্বিক সহযোগিতায়
চট্টগ্রাম জেলায় কর্মরত এনজিও সমূহ
Design,Concept And Development By
Coders Lab