অভিলক্ষ্য (Mission) লক্ষ্যিত জনগোষ্ঠীর মাঝে সংস্থার নিজস্ব সামর্থ্য, দক্ষতা,অভিজ্ঞতা এবং প্রাপ্ত বহিঃআর্থিক ও কারিগরি সহযোগিতা ভিত্তিতে এবং লক্ষ্যিত জনগোষ্ঠীর চাহিদার আলোকে SDG বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক কার্যক্রম প্রাতিষ্ঠানিক ভাবে পরিচালনা করা।